Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ এপ্রিল ২০২৩

সিএসআর

সিএসআর (কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা)

ব্যক্তিসচেতনতার পাশাপাশি টেলিটক বিশ্বাস করে উন্নত জীবনের জন্য প্রয়োজন সম্মিলিত সামাজিক উন্নয়ন। এ লক্ষ্যে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে টেলিটক বাংলাদেশ লিমিটেড নিজেকে সম্পৃক্ত রেখেছে শুরু থেকেই। চলতি অর্থবছরে টেলিটকের এমন কিচ্ছু অবদান এখানে তুলে ধরা হলো।

১। মুক্তিযোদ্ধাদের বিশেষ সিম প্রদান

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের টেলিটকের পক্ষ থেকে ৩২৫টি বিশেষ সিম দেয়া হয়েছে। এসব সিমে টকটাইম ও অন্যান্য সেবাসহ প্রতি মাসে ৫০০ টাকা মূল্যের সেবা দেয়া হচ্ছে।

২। প্রতিবন্ধী শিশুদের জন্য হেল্পলাইন

666 শীর্ষক বিশেষ হেল্পলাইনের মাধ্যমে দুস্থ শিশুদের জন্য তহবিল গঠন করেছে টেলিটক। উক্ত নম্বরে পাঠানো সকল এসএমএসের চার্জ সংগ্রহ করে তা দিয়ে প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন ও চিকিৎসা করা হয়েছে।

৩। শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী

শিশুদের চিত্রাঙ্কনের প্রতি আগ্রহী করে তুলতে ও তাদের প্রতিভাকে বিকশিত করার সুযোগ করে দিতে টেলিটক তাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করেছিল।

শুধু তাই নয়, শিশুদের আঁকা বাংলাদেশের ঋতু বৈচিত্রের সেই ছবিগুলো নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেড বিশেষ বিলবোর্ড ক্যালেন্ডারও প্রকাশ করেছে।

৪। কম্বল বিতরণী অনুষ্ঠান

গত শীতে টেলিটক বাংলাদেশ লিমিটেড আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে রংপুরের ৫০০ আর্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে ৫০০ কম্বল।

৫। বুশরা’র জন্য মেডিকেল সহায়তা

টেলিটক হাত বাড়িয়েছিল বুশরার জন্যও। তিন বছরের ব্লাড ক্যান্সার রোগী বুশরার জন্য টেলিটক ব্যবস্থা করেছিল বিশেষ এসএমএস পাঠানোর হেল্পলাইন। আর, সে নম্বরে পাঠানো এসএমএসের টাকা দিয়ে করা হয় বুশরা’র বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন।

৬। রক্তদান অনুষ্ঠান

টেলিটকের অর্থায়নে ও সরাসরি অংশগ্রহণে রক্তদান কর্মসূচিও পালিত হয়েছে। ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসোসিয়েশনের আয়োজনে এ রক্তদান অনুষ্ঠানে অংশ নেয় উল্লেখ সংখ্যক মানুষ।